বয়সে ছোট হলেও দেখা হলেই এই নায়িকাকে প্রণাম করতেন ‘মি. ইন্ডিয়া’

কলকাতা টাইমস :
এবারে যে খবরে শ্রী-ভক্তরা অবাক হয়েছেন তা হল অনিল কাপুরের রেভেলিয়েশনে। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার সঙ্গে যতবারই শ্রীদেবীর দেখা হত তিনি অভিনেত্রীকে প্রণাম করতেন।
অনিলের ভাই বনির স্ত্রী হলেও বয়সে শ্রীদেবী, অনিলের থেকেই ছোটই ছিলেন। যার জন্য শ্রীদেবী, অভিনেতার এই ব্যবহারে খানিক অপ্রস্তুত হয়ে পড়তেন। শ্রীদেবীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অনিল নিজেকে ভাগ্যবান মনে করেন।
তাদের অনস্ক্রিন কেমিস্ট্রিও দর্শকের খুব প্রিয় ছিল। তা সে ‘লাডলা’ হোক কিংবা ‘মিস্টার ইণ্ডিয়া’। ৮০’র দশক থেকে শুরু করে ৯০’র দশক অবধি তারা রীতিমত সেরা জুটি হিসেবে পরিচিত ছিলেন বি-টাউনে।