ধূমপান না করলেও এ কারণে প্রতিদিন ২০ সিগারেট খাচ্ছেন !
কলকাতা টাইমস :
পরিষ্কার করার জন্য বাজারে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। এর মধ্যে রয়েছে স্প্রে, যা চেয়ার-টেবিল কিংবা কম্পিউটারের মতো পণ্যে স্প্রে করে তারপর পরিষ্কার করা হয়। এসব পণ্যের ক্ষতিকর দিকের কথা অনেকেরই জানা নেই।
সম্প্রতি গবেষকরা বলছেন, এসব পণ্যের শারীরিক ক্ষতির বিষয়টি অত্যন্ত স্পষ্ট। নিয়মিত এসব স্প্রে ব্যবহার করে পরিষ্কারের কাজটি করা হলে তাতে ফুসফুস ও দেহের অন্যান্য অংশের প্রচণ্ড ক্ষতি হয়। যারা এ পরিষ্কারের কাজটি করেন, তাদের এতে প্রতিদিন প্রায় ২০টি সিগারেট পানের মতো ক্ষতি হয়ে থাকে।
শুধু যারা পরিষ্কার করে তাদেরই নয়, এর ক্ষতিকর প্রভাব পড়ে অন্য যারা সেখানে থাকে তাদের ওপরেও।
সম্প্রতি এক গবেষণার ভিত্তিতে পরিষ্কার করার পণ্যের এ ক্ষতিকর প্রভাবের কথা জানা গেল। গবেষকরা এ কাজে ছয় হাজার ব্যক্তির ওপর ২০ বছর ধরে পর্যবেক্ষণ চালিয়েছেন।
তাহলে কিভাবে এ পরিষ্কারের কাজ করা হবে? এ বিষয়ে সমাধানও গবেষকরা দিয়ে দিয়েছেন। তারা বলছেন, এসব রাসায়নিক পণ্যের বদলে পরিষ্কার জল ব্যবহার করলেই চলবে। এতে পরিশ্রম একটু বেশি হলেও শরীর থাকবে বিষমুক্ত।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আমেরিকান থোরেসিক সোসাইটি প্রকাশিত আমেরিকান জার্নাল অব রেসপাইরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে।