January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

সুপারহিট সেই সিন নিয়ে আজও অনুতপ্ত ধকধক গার্ল 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :  

শুধু ভারত নয় গোটা বিশ্বে তিনি সমাদৃত। নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ধকধক গার্ল মাধুরী দীক্ষিত। অভিনয় ও নাচের সহজাত প্রতিভা দিয়ে রূপালি জগতে ঝড় তোলেন তিনি। তার অভিনয়ে হিট ও প্রশংসিত অনেক সিনেমা। অন্যান্য বহু অভিনেতার মত্ নিজের সিনেমা নিয়ে গর্ভিত তিনি। শুধু একটি সিনেমা ছাড়া। সেই সিনেমার একটি সিন নিয়ে সেই তিনি আজও অনুশোচনায় তপ্ত ।

১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘দয়াবান’ ছবিতে মাধুরীর বিপরীতে ছিলেন ২০ বছরের বড় বিনোদ খান্না। ওই ছবিতে ছিল ঘনিষ্ঠ কিছু দৃশ্য। সিনেমাটির একটি লিপলক ওই সময় বেশ হইচই তোলে। সেই দৃশ্য দেখার জন্যই নাকি অনেকে সিনেমা হলে গিয়েছিলেন।

মাধুরীর আগে বেশ কয়েকজন নায়িকাকে মাধুরীর করা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন নির্মাতা। কিন্তু সবাই ফিরিয়ে দেন। মাধুরীর রাজি হওয়ার কারণও ছিল। প্রথম সিনেমা ‘অবোধ’-এর পরপর অনেক ছবি ফ্লপ হওয়ার কারণে তাকে কেউ আর ডাকছিল না, এর মাঝে পান ‘দয়াবান’-এর প্রস্তাব। তাই বোল্ড সিন থাকা সত্ত্বেও রাজি হয়ে যান।

এই ছবির ‘আজ ফির তুমসে প্যায়ার আয় হ্যায়’ গানের বিনোদ-মাধুরীর লিপলক দৃশ্যকে বলিউডের ইতিহাসে অন্যতম হট সিন বলে ধরা হয়।

পরে এক সাক্ষাৎকার ‘সাজন’ তারকা জানান, ওই ছবিতে অভিনয়ের সময় বেশ অস্বস্তি নিয়ে দৃশ্যগুলো করেন। এর জন্য পরে অনুতপ্তও হন।

মজার বিষয় হলো, পরবর্তীকালে বিনোদের ছেলে অক্ষয় কুমারের বিপরীতেও অভিনয় করেছেন মাধুরী।

Related Posts

Leave a Reply