করোনার কারণে দ্বিখণ্ডিত হবে এভারেস্ট !
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে তান্ডব চালানো করোনা এবার দ্বিখণ্ডিত করতে চলেছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গকে! মূলত নেপালের দিক থেকে এভারেস্টে ওঠা পর্বতারোহীদের থেকে চীনের তিব্বতের অংশ দিয়ে ওঠা রক ক্লাইম্বারদের আলাদা করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বেজিং। বিভক্ত রেখা টানতে ইতিমধ্যেই তিব্বতি শেরপাদের একটি দলকে এভারেস্ট শৃঙ্গে পাঠানো হয়েছে। গোটা বিষয়টি পর্যবেক্ষণ করতে চীনের আরও একটি ২১ জনের বিশেষজ্ঞ দল তাদের পিছু নিয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, নেপালের বেসক্যাম্পে এপ্রিলের শেষ থেকে একের পর এক পর্বতারোহী করোনা আক্রান্ত হচ্ছেন। দ্রুত হরে সংক্রমণ বৃদ্ধির পরও পর্বতারোহণ বন্ধ করেনি নেপাল সরকার। নতুন করে যাতে আবারও সংক্রমিত না হতে হয় তার জন্যই এই ধরণের সিদ্ধান্তের পথে হাটতে চলেছে চীন। প্রসঙ্গত, গত বছর থেকেই চীন বিদেশি পর্বতারোহীদের এভারেস্টে ওঠার অনুমতি দিচ্ছে না।