প্রতিদিন লক্ষাধিক রোজগার শুধু ফেসবুক থেকে

কলকাতা টাইমস :
ফেসবুক এবার তাদের ভিডিওতে বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নিয়েছে। ইউটিউবের সঙ্গে পাল্লা দিয়ে ফেসবুক ভিডিও কনটেন্ট-এ বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা । এই পরিকল্পনা ফেসবুক ও আরও অনেককে টাকা উপার্জনের নতুন পথ দেখাচ্ছে । জানা গিয়েছে, ফেসবুক তাদের ভিডিও কনটেন্ট-এ মিড রোল বিজ্ঞাপন ফরম্যাটের ব্যবস্থা রয়েছে ।
এখন যে কোনও ভিডিওর মাঝখানে ২০ সেকেন্ড পরে বিজ্ঞাপন ইনসার্ট করে ফেসবুক, ইউজার ও ভিডিও নির্মাতারা উভয়ই লাভবান হবেন। এই ধরণের পরিসেবা থেকে পাওয়া টাকা ইউটিউব তাদের আপলোডারদের দিয়ে থাকে। ফেসবুক ইউজারদের এমন ভিডিও তৈরির অনুমতি দিয়ে রেখেছে। যেটি বিজ্ঞাপনদাতারা স্পন্সর করতে পারবেন। তবে এই সুবিধাটি বর্তমানে কিছু সংখ্যক মানুষ পেলেও ভবিষ্যতে সবার জন্যই হবে।