January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্রতি চার বছর অন্তর একজন করে মার্কিন প্রেসিডেন্ট এসে একটি করে চুক্তি ভাঙবেন ? ট্রাম্পকে কটাক্ষ পুতিনের 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ইরানের পরমাণু সমঝোতা হতে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়ার তীব্র সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রশাসন। আর তারই জের ধরে এবার মুখ খুলল রাশিয়া। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ ধরনের পদক্ষেপ বেদনাদায়ক পরিণতি বহন করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রকে কটাক্ষের সুরে পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি চার বছর পর পর একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রতি চার বছর অন্তর যদি মার্কিন প্রেসিডেন্ট এভাবে অন্তত একটি করে আন্তর্জাতিক চুক্তি বাতিল করে দিতে থাকেন তাহলে সংকট ও উত্তেজনা বাড়তেই থাকবে। তিনি বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে রাশিয়ার অবস্থান সুস্পষ্ট। এ সমঝোতাকে রক্ষা করতে হবে।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু সমঝোতা অনুমোদন করার ফলে এটি একটি বহুমুখী আন্তর্জাতিক দলিলে পরিণত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে সব পক্ষকে স্পষ্ট অবস্থান নিয়ে এগিয়ে আসতে হবে। কারণ এ ব্যাপারে মার্কিন সরকার অগঠনমূলক পদক্ষেপ নিয়েছে।

 

Related Posts

Leave a Reply