January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

প্রতিবার টয়লেটে গেলেই মিলবে টাকা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

প্রকৃতির ডাক এলেই আমরা সকলে বাথরুম করতে টয়লেটে যাই কিন্তু নিজের বাড়ি এবং বিশেষ স্থান ব্যতীত টয়লেট ব্যবহার করলেই পকেট থেকে টাকা খোয়াতে হয়। তবে এবার ঘটলো একউল্ট ঘটনা টয়লেট ব্যবহার করলে টাকা খোয়াতে নয় বরং এক টাকা পাওয়া যাবে৷ যতবার বাথরুম যাবেন ততবারই মিলবে হাতে গরম এক টাকা! আপাতত সুবিধাটি মিলবে শুধুমাত্র আমেদাবাদে৷ রাস্তার ধারে সুলভে শৌচালয় ব্যবহার করলে এতদিন এক-আধটা আধলি কিংবা এক টাকা দিয়ে প্রাকৃতিক কর্মটি সারতে হত৷

দেশের বিভিন্ন্ প্রান্তে বেশিরভাগ জায়গাতেই ডাহা ফেল করেছে ‘টাকা দিয়ে শৌচালয় ব্যবহার’-এর প্রকল্প৷ তাই এবার ঠিক উল্টো আয়োজন করছে আমেদাবাদ পৌরসভা৷ খোলা আকাশের নিচে মল-মূত্র ত্যাগের অভ্যাস বন্ধ করার জন্যই গুজরাতের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রবীণ পেটেল এই ব্যবস্থা চালু করতে চলেছেন৷ আগামী আট-দশদিনের মধ্যেই চালু হবে প্রকল্পটি৷ পেটেল বলেছেন, “জনসাধারণের ব্যবহারের জন্য আমেদাবাদ শহরে ৩১৫টি পাবলিক টয়লেট আছে৷ অথচ খুব কম সংখ্যক মানুষ সেগুলি ব্যবহার করেন৷ শহরে অন্তত ১২০টি জায়গা রয়েছে যেখানে খোলা জায়গায় মানুষ মল-মূত্রত্যাগ করে পরিবেশ দূষিত করছে৷ এরা যাতে পাবলিক টয়লেট ব্যবহার করেন তাই এক টাকা করে দেওয়ার মতো অভিনব প্রকল্পটি চালু করা হচ্ছে৷”

Related Posts

Leave a Reply