কলকাতা টাইমস :
আগে বহু বার নানা দুর্যোগে কেন্দ্র সরকারকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে ‘ম্যান মেইড’ শব্দিটি। কিন্তু এবার সেই শব্দই যেন তার দিকে বুমেরাং হয়ে এলো। এবার ইয়াসের আঘাতে লন্ডভন্ড অবস্থার জন্য রাজ্য সরকার দায়ী বলে প্রশ্নবাণ চুদে দিলেন প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর। তিনি বলেন, সরকার টাকা পাঠিয়েছে, ত্রিপল পাঠিয়েছে পঞ্চায়েতের হাতে। কিন্তু বাঁধ ভাঙা রুখতে ব্যবস্থা নেয়নি সরকার। তিনি বলেন, এখন আর তদন্ত করে কোনও লাভ নেই।
সংবাদ মাধ্যমের কাছে সুভাষ নস্করের অভিযোগ, এবার যা হয়েছে, তা সরকারের তৈরি বিপর্যয়। তিনি বলেছেন, সরকারের হাতে পর্যাপ্ত টাকা ছিল। আয়লার সময়ে পাওয়া ৪ হাজার কোটি টাকা কেন ফেরত গেল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। আয়লার পরে বাঁধ তৈরি করতে জমি অধিগ্রহণ করা হলেও, সরকার আর কোনও কাজ করেনি বলে অভিযোগ করেছেন তিনি।