পরীক্ষার্থী কমে গেলো মাধ্যমিক পরীক্ষার
কলকাতা টাইমসঃ
এইবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কম। এবার পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ১৫ হাজার ৮৮৮ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৮৭৯ জন। পর্ষদের তরফে জানানো হয়েছে, এই বছর ছাত্রীদের সংখ্যা উল্ল্যেখযোগ্য হরে বেশি। প্রসঙ্গত, আগামীকাল শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা।
এবারই প্রথম স্পর্শকাতর এলাকায় পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা। শিক্ষক বা শিক্ষার্থী কেউ স্মার্ট ফোন স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০ টায় প্রশ্নপত্রের সিল করা প্যাকেটে পৌঁছবে পরীক্ষাকেন্দ্রে। ১১টা ৪০ মিনিট নাগাদ খোলা হবে সেই প্যাকেট। ১১টা ৫০ মিনিটে উত্তরপত্র সরবরাহ করা শুরু হবে।