দুটি আম চুরির দায়ে দেশ থেকে বহিষ্কার

কলকাতা টাইমস :
ফলের রাজা আম প্রবল পছন্দ করেন অনেকেই। কিন্তু তার জন্য যদি চাকরি, সম্মান খুইয়ে দেশছাড়া হতে হয় কাউকে তাহলে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই। এমনটাই ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারতীয় এক যুবকের সঙ্গে।
জানা গেছে, দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩ এর কর্মী ওই যুবক। তার কাজ ছিল কনভেয়ার বেল্টে যাত্রীদের মালপত্র ওঠানো এবং নামানো। আদালতে তিনি স্বীকার করেছেন, ২০১৭ সালের ১১ অগাস্ট এক যাত্রীর মালপত্রের মধ্যে রাখা ফলের বাক্স থেকে দুটি আম চুরি করেছিলেন। কারণ তাঁর জলের তৃষ্ণা পেয়েছিল। যার বিকল্প হিসেবে আমের রসকে বেছে নিয়েছিলেন।
খবরে বলা হয়েছে, বিমানবন্দরের গুদামের সিসিটিভিকে ওই কর্মীকে যাত্রীর বাক্স খুলতে দেখে এক নিরাপত্তাকর্মী। এরপরে তিনি বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। পরে এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হলে ২০১৮ সালের এপ্রিলে পুলিশ তাঁকে জেরার জন্য তলব করে এবং গ্রেপ্তার করে। এমনকি চোরাই মালের সন্ধানে তাঁর বাড়িতেও তল্লাশি করা হয়েছিল, কিন্তু কিছুই পায়নি পুলিশ। এরপরে আদালতে এ ঘটনার কথা তিনি স্বীকার করলে দুবাইয়ের কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স অবিলম্বে তাকে ভারতে ফেরত পাঠানোর নির্দেশ দেন। সেইসঙ্গে দুবাইয়ের মুদ্রায় তাঁর ৫০০০ দিরহ্যাম জরিমানাও করা হয়। যদিও আম দুটির মূল্য মাত্র ৬ দিরহ্যাম।