লন্ডন টিউব রেল স্টেশনে বিস্ফোরণ ! আতঙ্ক
কলকাতা টাইমসঃ
উত্তর লন্ডনের টিউব রেল স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই এলাকায়৷ বিস্ফোরণের ফলে একাধিক যাত্রীআহত হয়েছেন৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে৷ সেখানকার সাউথগেট টিউব স্টেশন সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয়৷ লন্ডন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ স্টেশনে কিছু প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বিস্ফোরক ছিল বলে অনুমান করছে তদন্তকারীরা৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের অনেক আগে থেকেই উত্তর লন্ডনের এনফিল্ডের সেই স্টেশনে একটা পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল৷ গন্ধটা অনেকটা প্লাস্টিক পোড়ার মতোন ছিল৷ তখনই পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশও গিয়ে তদন্ত শুরু করে৷ ঠিক তখনই বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি৷
এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছে, তা প্রথমে জানা যায়নি৷ তবে পরে জানা যায়, পাঁচজন আহত হয়েছেন৷ যদিও এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, একজনকে স্ট্রেচার করে স্টেশন থেকে বের করতে দেখা যায়৷ তার থেকেই অনুমান, পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর৷ তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে৷