পুলওয়ামা হামলা প্রসঙ্গে উঠে এলো বিস্ফোরক তথ্য
কলকাতা টাইমসঃ
পুলওয়ামা বিস্ফোরণের তদন্তে নেমে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান ৪০ জন ভারতীয় সেনা। বিস্ফোরক বোঝাই গাড়ি সিআরপিএফ’র কনভয়ে ঢুকিয়ে দিয়ে বিস্ফোরণ ঘটায় আদিল আহমেদ দার। জৈশ-এ-মোহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের ভাই আব্দুল রাফু আসগার পুলওয়ামা বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল বলে মনে করন ভারতীয় তদন্তকারীরা।
জানা যাচ্ছে, জৈশ-এ-মোহম্মদের কমান্ডার মুদাসির আহমেদ খান, ইসমাইল ভাই ওরফে লম্বু, সমীর আহমেদ দার, ওয়াইজ-উল-ইসলাম ও শাকির বশির মাগরে বিস্ফোরক জোগাড় করেছিল বলে খবর। প্রায় ৭০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়াম পাউডার কেনা হয়েছিল পুলওয়ামার স্থানীয় বাজার থেকে। জিলেটিন স্টিক জোগাড় করেছিল খুনমোহ, ত্রাল, অবন্তিপোরা, লেথপোরা অঞ্চলের বিভিন্ন খনি থেকে।