খড় দিয়ে তৈরী শিল্পকর্মের অসাধারণ প্রতিযোগিতা ফ্রান্সে
কলকাতা টাইমসঃ
ভাস্কর্য নির্মাণ, তাও আবার খড় দিয়ে। এমনই অভিনব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফ্রান্সে। অংশ নেয় বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১২টি শিল্পীদের দল। এবারের প্রতিযোগিতার সমস্ত পুরস্কারই জিতে নেয় লিথুয়ানিয়ার দল ‘ক্যামেলিয়ন’।
ফ্রান্সের আলপাইনে এবার ৮ম বার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশ নেয় ১২টি দল। ভাস্কর্যগুলো তৈরি করতে সময় লাগে ৫দিন। এবারের প্রতিযোগিতায় বিশাল এক টিকটিকি নির্মাণ করে প্রথম জুরি প্রাইজ জিতে নেয় লিথুয়ানিয়া থেকে আসা দল ‘ক্যামেলিয়ন’। দ্বিতীয় পুরস্কারটি জিতে নেয় রুশ দল ‘দ্য পাওয়ার অব দ্য সাবকনশাস’।