ডোনাল্ড ট্রাম্পের ‘কণ্ঠস্বর’ও নিষিদ্ধ করলো ফেসবুক
কলকাতা টাইমসঃ
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কণ্ঠস্বর’ও নিষিদ্ধ করলো ফেসবুক। মাসকয়েক আগে ক্যাপিটল হিলসে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর ট্রাম্পকে নিষিদ্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি। এবার আরও একধাপ এগোলো ফেসবুক। জানা যাচ্ছে, ফক্স নিউজের সাংবাদিক লারা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু সাক্ষাতকার নিয়েছিলেন। সেইসব সাক্ষাৎকার এর আগে পোস্ট করার পর ফেসবুকের তরফ থেকে তাকে সতর্ক করা হয়। সোশ্যাল মিডিয়ার সেই সতর্কবাণীও পোস্ট করেন লারা।
ট্রাম্পের পুত্র এরিকের স্ত্রী লারা প্রথমে ভিডিও প্ল্যাটফর্ম রাম্বল-এ তার এই সাক্ষাতকারটি পোস্ট করেন এবং ফেসবুক পেজে রাম্বল-এর লিংক জুড়ে দেন। ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর জারি করা নিষেধাজ্ঞার পাশাপাশি ট্রাম্পের কোনো কণ্ঠস্বরও এই প্ল্যাটফর্মে কেউ পোস্ট করতে পারবেন না বলে জানা যাচ্ছে।