ফেইসবুকের প্রেম দিতে পারে প্রত্যেকদিন লক্ষাধিক টাকা, কিভাবে …
ইউজারদের জন্য ফেসবুক প্রতিনিয়ত নিত্য নতুন ফিচার অ্যাড করে চমক দিচ্ছে। এবার ফেসবুক এবার তাদের ভিডিওতে বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নিয়েছে। ইউটিউবের সঙ্গে পাল্লা দিয়ে ফেসবুক ভিডিও কনটেন্ট-এ বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করছে। নতুন এই পরিকল্পনা ফেসবুক ও আরও অনেককে টাকা উপার্জনের নতুন পথ দেখাবে। জানা গিয়েছে, ফেসবুক তাদের ভিডিও কনটেন্ট-এ মিড রোল বিজ্ঞাপন ফরম্যাটের পরিকল্পনা করেছে।
এখন যে কোনও ভিডিওর মাঝখানে ২০ সেকেন্ড পরে বিজ্ঞাপন ইনসার্ট করতে পারবেন। এতে ফেসবুক, ইউজার ও ভিডিও নির্মাতারা উভয়ই লাভবান হবেন। এই ধরণের পরিসেবা থেকে পাওয়া টাকা ইউটিউব তাদের আপলোডারদের দিয়ে থাকে। সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, ফেসবুক ইউজারদের এমন ভিডিও তৈরির অনুমতি দেবে। যেটি বিজ্ঞাপনদাতারা স্পন্সর করতে পারবেন। তবে এই সুবিধাটি এই মুহূর্তে কিছু সংখ্যক মানুষ পাবেন।