লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ‘ওয়ার রুম’ তৈরী করবে ফেসবুক !
কলকাতা টাইমসঃ
আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ‘ওয়ার রুম’ চালু করবে ফেসবুক। মূলত ভুয়ো খবর ঠেকাতেই এই প্রচেষ্টা। ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে এই ওয়ার রুম। সোশ্যাল মিডিয়ায় প্রচার, ফেক নিউজ, আপত্তিকর পোস্টসহ যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করবে মার্ক জুকেরবার্গের এই সংস্থা।
আমেরিকার পর ভারতই হবে দ্বিতীয় দেশ, যেখানে নির্বাচনের আগে আলাদা করে এই রকম কন্ট্রোল রুম খুলছে ফেসবুক। ইতিমধ্যেই ফেসবুকের ৪০টি দল বিভিন্ন রাজ্যে কাজ করছে। ভোটের আগে দিল্লিতে বসবে কন্ট্রোল রুম।