January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এখনই বন্ধ করে দেওয়া উচিৎ ফেসবুক !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ম্প্রতি মার্কিন এক সংবাদপত্রে চমকে দেওয়ার মতো মন্তব্য করেছেন মার্ক জুকেরবার্গের প্রাক্তন রুমমেট তথা ফেসবুক ইনকর্পোরেটিভ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজেস। তার মতে, এখনই বন্ধ করে দেওয়া উচিত ফেসবুক। হিইজেসের মতে, ‘মার্কের ক্ষমতা প্রশ্নাতীত। মার্ক অত্যন্ত ভালো মানুষ। কিন্তু উন্নয়নের দিকে নজর থাকায় ক্লিক বাড়াতে গিয়ে নিরাপত্তায় নজর দিতে সে ভুলে গিয়েছে। ওর আশপাশে এমন কিছু মানুষ ও কর্মী সব সময় ঘিরে থাকে, যারা ওর এই বিশ্বাসকে চ্যালেঞ্জ না করে তাতে ইন্ধন জোগায়।’

প্রসঙ্গত, ২০০৪ সালে হারভার্ডে সংস্থার চিফ একজিকিউটিভ অফিসার মার্ক জুকেরবার্গ এবং ডাস্টিন মস্কোভিৎজের সঙ্গে ফেসবুকের জন্ম দেন ক্রিস হিউজেস। ২০০৭ সালে তিনি সংস্থা ত্যাগ করেন এবং পরে লিংকেডিন সাইটে এক পোস্টের মাধ্যমে জানান, তিন বছর ফেসবুকের সঙ্গে কাজ করার ফলে তিনি ৫০ কোটি ডলার উপার্জন করেছেন।

Related Posts

Leave a Reply