১১ বছর পর হারিয়ে যাওয়া কিশোরীকে খুঁজে দিলো ফেসবুক
কলকাতা টাইমসঃ
২০০৮ সালে কাজের জন্য সিরিয়ায় পাড়ি দিয়েছিলেন অষ্টাদশী মহারাণী বিনতে মারজুকি। যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়ায় নিখোঁজ হয়ে যায় সে। সোগাযোগ সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায় পরিবারের সঙ্গে। ফেসবুকের সৌজন্যে দীর্ঘ ১১ বছর পর তার খোঁজ পেলো পরিবার। কিশোরীর এক নিকট আত্মীয় অপরিচিত একটি ফেসবুক অ্যাকাউন্টে তার ছবিটি দেখতে পায়।
আরসি নামের এক মহিলা তার ফেসবুক আইডিতে মহারাণীর ছবিটি আপলোড করেন। এরপরই ওই ফেসবুকেই তার সঙ্গে যোগাযোগ করে, অবশেষে তার নিজের শহর জাকার্তায় ফিরিয়ে আনা সম্ভব হয় তাকে। পরিবারের লোকজন ভেবেছিল সে হয়ত আর বেঁচে নেই।