January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

আসছে ফেসবুকের নয়া চমক ‘ভয়েস ক্লিপ’!

[kodex_post_like_buttons]

 

নিউজ ডেস্কঃ

নতুন এক ফিচার আনতে চলেছে ফেসবুক। স্টেটাস আপডেটের সময়ে ছবি, ভিডিও ইত্যাদি দেওয়ার পাশাপাশি লিখিত টেক্সটও ব্যবহার করেন ব্যবহারকারীরা। এবার এর সঙ্গে আসতে চলেছে ভয়েস ক্লিপ। জানা যাচ্ছে, নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে ফেসবুক। ‘অ্যাড ভয়েস ক্লিপ’ নামের এই নতুন ফিচারে ছোট অডিও ফাইল আপলোড করা যাবে স্টেটাস আপডেট হিসেবে।

যার ফলে টেক্সট ও ভিডিওর পাশাপাশি এই ফিচার যোগ হলে ব্যবহারকারীরা আরও নতুন উপায়ে নিজেদের মনের কথা প্রকাশ করতে পারবেন বলে মনে করছে ফেসবুক। পাশাপাশি বিদেশে থাকাকালীন কি-বোর্ড সংক্রান্ত সমস্যায় ভয়েস ক্লিপে টেক্সটের থেকে বেশি স্বচ্ছন্দ হবেন ব্যবহারকারীরা।

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, এই নতুন মাধ্যমের মধ্যে দিয়ে সবাই আরও নতুন ভাবে নিজেদের মনের কথা শেয়ার করতে পারবেন। তবে এই নতুন ফিচার কবে থেকে ফেসবুকে আসবে, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থাটি।

 

Related Posts

Leave a Reply