৩৩ বার ফেল: শেষে কিনা মাধ্যমিক উৎরে দিলো করোনা !
কলকাতা টাইমসঃ
৩৩ বছর ধরে লাগাতার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। একটাই লক্ষ, যে ভাবেই হোক ক্লাস টেন টা পাস্ করতেই হবে। কিন্তু ইংরেজিতে যে বড্ডো কাঁচা, তাই কিছুতেই শিকে ছিড়ছে না। শেষপর্যন্ত কিনা উৎরে দিলো করোনা। পরিক্ষাত্রী, হায়দাবাদের বাসিন্দা ৪৯ বছর বয়সী মোহাম্মদ নুরুদ্দিন। হাল না ছাড়া এই ছাত্রের সহায় হলো করোনা।
নুরুদ্দিন নিজেই জানান, ‘১৯৮৭ সাল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। কিছুতেই ইংরেজিতে পাস্ করতে পারছিলাম না। এবার করোনা আমাকে পাস করিয়ে দিলো। যদিও, আমি ঠিক করেই ছিলাম যে ভাবেই হোক মাধ্যমিক পাস্ করবোই। করোনার জেরে এবার সমস্ত ছাত্র-ছাত্রীকেই পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার সুফল ভোগ করেন নুরুদ্দিন।