প্রেমের টানে ব্যর্থ লকডাউন: ৮০ কিলোমিটার হন্টন প্রেমিকার
কলকাতা টাইমসঃ
লকডাউনের ঠেলায় প্রায় হাতছাড়া হওয়ার উপক্রম প্রেমিক। অন্তরায় ৮০ কিলোমিটার রাস্তা। প্রেমিক দিশেহারা। অসাধ্য সাধন করলেন প্রেমিকাই। প্রেমিক বীরন্দ্র কুমারকে বিয়ে করতে কানপুর থেকে কনৌজ পর্যন্ত দীর্ঘ রাস্তা একা একই হেঁটে পাড়ি দিলেন প্রেমিকা।
কনৌজের বাসিন্দা ২৩ বছরের বীরেন্দ্রর সঙ্গে কানপুরের বছর কুড়ির গোল্ডির বিয়ে ঠিক হয় মার্চ মাসে। লকডাউনে তা পিছিয়ে গিয়ে দাঁড়ায় এই মাসের চার তারিখ। এখনো লকডাউন না ওঠায় গোল্ডির অভিভাবকরা চান বিয়ে আরও পিছিয়ে দিতে। এই সিদ্ধান্তে মুষড়ে পড়ে প্রেমিক যুগল।
এরপর গত বুধবার বিকেলে গোল্ডি একাই কানপুরের তিলক গ্রামের বাড়ি থেকে হাঁটতে শুরু করেন কনৌজের বৈসাপুর গ্রামে বীরেন্দ্রর বাড়ির উদ্যেশ্যে। হবু স্ত্রীকে দেখে চমকে যান বীরেন্দ্রর পরিবার। পরিবারের লোকরা গ্রামের একটি পুরনো মন্দিরে গোল্ডি এবং বীরেন্দ্রর বিয়ের ব্যবস্থা করেন। লকডাউন বিধি মেনে সম্পন্ন হয় বিয়ে। দুইজনেরই মুখে ছিলো মাস্ক।