January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ: উত্তাল নেপাল   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ নেপাল সরকার। এই অভিযোগে এক টানা ৩ দিন ধরে সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন সেদেশের জনগণ। ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী কাঠমাণ্ডু। বিক্ষোভ রুখতে প্রয়োগ করা হয়েছে লাঠি, জলকামান এবং কাঁদানে গ্যাস।  প্রসঙ্গত, লকডাউন করা সত্বেও নেপালে অন্তত পাঁচ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬ জনের।

আজ শনিবার কাঠমাণ্ডুতে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হয় হাজার খানেক মানুষ। পুলিশ ওই বিক্ষোভকারীদের মধ্যে থেকে সাত জন বিদেশি ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। দিনকয়েক আগেই নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর সময় আন্দোলনকারীদের ওপর প্রবল লাঠিচার্জ করার অভিযোগ ওঠে। আন্দোলনকারীরা সরকারের কাছে পর্যাপ্ত কোয়ারেন্টাইন সেন্টার এবং ব্যাপক হরে করোনা পরীক্ষার দাবি জানায়।

নেপাল সরকারের বক্তব্য, তারা ইতিমধ্যেই করোনা প্রতিরোধে ৮৯ মিলিয়ন ডলার ব্যয় করেছে। ৩,১০ লক্ষ নাগরিকের করোনা পরীক্ষা সহ ১.৫ লক্ষ মানুষকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছে তারা। আন্দোলনকারীদেরপাল্টা বক্তব্য, ৩ কোটি জনসংখ্যার দেশে এই উদ্যোগ যথেষ্ট কম।

Related Posts

Leave a Reply