বাজপেয়ীকে নিয়ে ফেক নিউজে তোলপাড় মিডিয়া!
কলকাতা টাইমসঃ
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দেহকে ঘিরে চিকিৎসকেরা শ্রদ্ধা জানাচ্ছেন। এইমস হাসপাতালেরর চিকিৎসকদের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে ছবিটি ব্যবহার করে খবরও হয়েছে।
সেই খবরে উল্লেখ করা হয়েছে, সব চিকিৎসকরা সারিবদ্ধ হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। ছবিটিতে দেখাও যাচ্ছে চিকিৎসকরা মাথা নিচু করে সাদা চাদরে ঢাকা একটি শবদেহকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন।
কিন্তু পরে জানা যায়, সেই ছবিটি আসলে অটলবিহারী বাজপেয়ীরই নয়। এমন কী, এটা এইমস হাসপাতালেরও নয়। একটু খুঁটিয়ে দেখলে দেখা যাবে, ছবিটি আসলে ভারতেরই নয়। নেট ঘেঁটে দেখা যাচ্ছে, এটি ২০১২ সালের একটি ছবি। চীন থেকে ছবিটি নেটে ভাইরাল হয়েছিল।
সেই ছবিটিতে চীনা চিকিৎসকরা এক যুবতীর দেহ ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। সেই যুবতী তার দেহ দান করেছিলেন ডাক্তারি পড়ুয়াদের জন্য। সেই তরুণী ১৭ বছরের উ হুয়াজিং’র মরদেহ ঘিরে দাঁড়িয়ে ছিলেন তারা। ২০১২ সালের ২২ নভেম্বর গুয়ানডংয়ে মারা যান হুয়াজিং।