পুনরাবৃত্তি চান না, সন্তানদের ফ্যামিলি কাউন্সেলিংএর আয়োজন মুকেশ আম্বানির
কলকাতা টাইমসঃ
ধনীর পরিকল্পনা, নাকি বিড়ম্বনা? রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির মৃত্যুর পর ভারতবাসী দেখেছে মুকেশ এবং অনিলের টানাপোড়েন। একজন বর্তমানে দেউলিয়া হওয়ার দোরগোড়ায় আর বড়ো ভাই মুকেশ তার মগজের জোরে আজ বিশ্বের চতুর্থ ধোনি ব্যক্তি।নিজের সন্তানদের এই বিড়ম্বনার হাত থেকে বাঁচাতে ফ্যামিলি কাউন্সেলিং শুরু করলেন মুকেশ আম্বানি। মুকেশের তিন সন্তান আকাশ, ঈশা এবং অনন্ত। মনে করা হচ্ছে, নতুন প্রজন্মের তিন সদস্যকে এক সুতোয় গাঁথার জন্যই এই আয়োজন।
প্রসঙ্গত, ধীরুভাই আম্বানির পরবর্তী প্রজন্ম মুকেশ এবং অনিল আম্বানি নিজেদের একসাথে বেঁধে রাখতে পারেননি। সেই পরম্পরার পুনরাবৃত্তি চাইছেন না মুকেশ আম্বানি। ৬৩ বছর বয়সী মুকেশ আম্বানি বর্তমানে ৮০ বিলিয়ন ডলারের মালিক। তিনি চান রিলায়েন্স ইন্ডাস্ট্রির এই বিপুল সম্পত্তি আগামী দিনে সুরক্ষিত থাক। সন্তানদের যৌথ দৃষ্টিভঙ্গিই পারে তা ধরে রাখতে। জানা যাচ্ছে, আগামী বছরের মধ্যেই উত্তরাধিকার সংক্রান্ত পরিকল্পনা সম্পূর্ণ করতে চান ভারতীয় বিজনেস টাইফুন মুকেশ আম্বানি।