চিল্কার ওপর বর্ষালো ‘ফনী’র আশীর্বাদ
কলকাতা টাইমসঃ
দিনকয়েক আগেই ‘ফণী’র তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে উড়িষ্যার বিস্তীর্ন অঞ্চল। এখনো ক্ষয়ক্ষতির চুলচেরা হিসেবে নেওয়ার কাজ চলছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাণ্ডবের দগদগে ক্ষত। এমনই ভয়ানক ফণী আশীর্বাদ হয়ে বর্ষালো চিল্কা হ্রদের কাছে। ঘূর্ণিঝড়ের ক্ষতিটা যেমন অপ্রত্যাশিত থাকে, ঠিক তেমন ভাবেই অভাবনীয় লাভ হয়েছে চিল্কা হ্রদের।
জানা যাচ্ছে ফণী তাণ্ডবের ফলে খুলে গেছে চিল্কা হ্রদের আরও চারটি মুখ। এর ফলে যারপরনাই লাভবান হয়েছে এশিয়ার এই বৃহত্তম হ্রদটি। কারণ খুলে যাওয়া চারটি মুখই বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত। যার ফলে নিজের সম্পদের দিক দিয়ে আরও ধনী হলো এই হ্রদ। ইতিমধ্যেই বিষয়টি ক্ষতিয়ে দেখার কাজ শুরু করেছে চিল্কা উন্নয়ন পর্ষদ।