বিদায় লগ্নে ট্রাম্পের সঙ্গী ৪ লক্ষ করোনায় মৃত মার্কিনবাসী !
কলকাতা টাইমসঃ
মাত্র এক বছরে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে আমেরিকায় ৪ লক্ষ প্রাণ কেড়ে নিনো করোনা। প্রাক্তন প্রেসিডেন্টের বিদায় লগ্নেই এই মাইল ফলক স্পর্শ করলো আমেরিকা। অতিমারীর শুরু থেকেই ট্রাম্পের উদাসীনতায় মার্কিন মুলুকে ভয়াবহ আকার নেয় করোনা। যা নিয়ে তার বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে।শুরু থেকেই করোনাকে তেমন গুরুত্ব দেননি ট্রাম্প। লকডাউনেরও বিরুদ্ধে ছিলেন তিনি।
বিশেষজ্ঞদের ধারণা, যার ফল স্বরূপ মৃসেদেশে ত্যুর সংখ্যা আজ ৪ লক্ষ ছাপিয়ে গেলো। ইতিমধ্যেই বিশ্বে করোনায় মৃত্যুর দিক থেকে শীর্ষে অবস্থান অবস্থান করছে আমেরিকা। গত তিন সপ্তাহে মার্কিন মুলুকে ৬৩,৭৯৩ জন মানুষের মৃত্যু হয়েছে। শুধু একদিনেই আমেরিকায় মৃত্যু হয়েছে চার হাজার। ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া, টেক্সাস এবং ওয়াশিংটনে চলতি মাসে ভয়াবহ রূপ নিয়েছে করোনা। শুধু মাত্র গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রায় ১ লক্ষ ২৪ হাজার করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।