November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

গোরুকেই সাক্ষী হিসেবে থানায় হাজির করল কৃষকরা!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ভারতে প্রতিবাদের ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন হরিয়ানার কৃষকরা। আটক দুই কৃষকনেতার মুক্তির দাবিতে গরু নিয়ে থানায় হাজির হন তারা। গরুটিও দুই কৃষক নেতার আটকের সাক্ষী বলে উল্লেখ করেন প্রতিবাদকারী কৃষকরা। হরিয়ানার ফতেহাবাদের তোহানায় এ ঘটনা ঘটে।
খবর সূত্রে জানা গিয়েছে, ক্ষমতাসীন বিজেপির জোটভুক্ত দল জেজেপির এমএলএ দেবেন্দ্র সিং বাবলির বাড়ি ঘেরাওয়ের অভিযোগে গত বুধবার কৃষকনেতা ভিকাস সিসার ও রাভি আজাদকে আটক করা হয়।
তাদের আটকের প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয় কৃষকরা। জেলা প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠকেও বিষয়টির সমাধান না হওয়ায় হরিয়ানার জনপ্রিয় কৃষকনেতা রাকেশ তিকাইতের নেতৃত্বে থানায় বিক্ষোভ করেন তারা। সঙ্গে করে একটি গরু নিয়ে যান তারা।
গরু নিয়ে যাওয়ার কারণ হিসেবে একজন কৃষক বলেন, ‘যখন তাদের দুই নেতাকে আটক করা হয় তখন গুরুটিও সেখানে ছিল। এটি ৪১তম প্রত্যক্ষদর্শী।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার নিজেদের গরু পূজারি বা গরু প্রেমিক বলে দাবি করে আসছে। আমরা এই পবিত্র প্রাণীটিকে প্রতীক হিসেবে নিয়ে এসেছি, কারণ গরুর উপস্থিতিতে হয়তো সরকারের কিছুটা বোধোদয় হবে।’
কৃষকরা বলেন, ‘এই গরুটিকে খাবার-জল দেওয়ার দায়িত্ব পুলিশের।’ পরে থানা প্রাঙ্গণে একটি খুঁটির সঙ্গে গরুটিকে বাঁধা অবস্থায় দেখা যায়। ঘাস ও জল খেতে দেওয়া হয় গুরুটিকে।
এদিকে রোববার রাতে ছেড়ে দেওয়া হয় আটক দুই কৃষকনেতাকে। এরপরও হরিয়ানা থানায় বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা করেন সানিউক্ত কিষাণ মোর্চা (এসকেইউ)।
দীর্ঘদিন ধরে হরিয়ানায় বিজেপি-জেজেপি নেতাদের কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছে বিভিন্ন কৃষক গোষ্ঠী। কৃষি আইনের বিরোধিতাকারী কৃষকদের গালমন্দের অভিযোগ এমএলএ দেবেন্দ্র সিং বাবলির বিরুদ্ধে মামলার আবেদনও করেছিলেন কৃষকরা। অবশ্য পরে তিনি কৃষকদের গালাগাল করার জন্য ক্ষমা প্রার্থনা করেন।

Related Posts

Leave a Reply