নিজেকে উজাড় করে দেওয়া রোহিতের চলে যাওয়ায় শোক ফ্যাশন জগতে
কলকাতা টাইমস :
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পোশাকশিল্পী রোহিত বলের। দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি।
সংবাদ সংস্থা সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের একটি হাসপাতালে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৬৩ বছরের শিল্পী।
ভারতীয় সাজে বিপ্লব আনার সুখ্যাতি রয়েছে রোহিত বলের। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ফ্যাশন ডিজাইন জগতে। রোহিত বলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফ্যাশন ডিজাইন কাউন্সিলের চেয়ারম্যান সুনীল শেট্টি।
গত তিন দশক ধরে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করেছেন রোহিত। কাশ্মীরি পণ্ডিত পরিবারের এই সন্তানের ঝুলিতে রয়েছে একাধিক আন্তর্জাতিক খ্যাতি। তবে সব সময়ই প্রশংসা থেকে নিজেকে দূরে রাখতেন। ঘনিষ্ঠ মহলে বলতেন, ‘শিল্পী হিসেবে নিজেকে উজাড় করার চেষ্টা করি মাত্র। এটা আর এমন কী!’
ফ্যাশন ডিজাইন কাউন্সিলের চেয়ারম্যান সুনীল শেট্টি জানান, ২০০১ এবং ২০০৪ সালে ‘ইন্টারন্যাশনাল ফ্যাশন অ্যাওয়ার্ডস’ এ ‘ডিজ়াইনার অফ দ্য ইয়ার’ হিসাবে নির্বাচিত হন। ২০০৬ সালে ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ডস’ পান তিনি। এছাড়াও ২০১২ সালে ল্যাকমে ফ্যাশন উইকেও তিনি পুরস্কৃত হন।