বাবার ইচ্ছেপূরণ করতে বিএমডব্লিউ সমেত বাবাকে কবর দিলো ছেলে !
কলকাতা টাইমসঃ
বাবার ইচ্ছেপূরণ করতে নতুন কেনা বিএমডব্লিউতে মরদেহ রেখে বাবাকে কবর দিলো ছেলে। ঠিক এমনটাই করলেন নাইজেরিয়ার এক যুবক। আজব এই ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার ইহিয়ালা এলাকায়। জানা যাচ্ছে যুবকের নাম আজুবুইক। বাবার মৃত্যুর পর আস্ত একটা বহুমূল্য বিএমডাব্লিউ x ৫ গাড়িকেই কফিন হিসেবে ব্যবহার করলো ছেলে।
জানা গেছে, বাবার খুব ইচ্ছে ছিল দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোর। কিন্তু বাবা বেঁচে থাকতে, সেই সাধ পূরণ করতে পারেননি ছেলে। তাই বাবার মৃত্যুর পর নতুন বিএমডব্লিউ গাড়ি কিনে কবর দিলো ছেলে। গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা। ছেলের এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো শেয়ার হয়েছে। নেটিজেনরা ঘটনাটি নিয়ে সমালোচনা করতে ছাড়েননি।