এই গ্রামের মেয়েদের বিয়ে দেন না বাবারা!
কলকাতা টাইমস :
ভাবছেন এ কেমন পিতা যারা মেয়েদের বিয়ে দেন না। কিন্তু কারণটা জানলে সেই বাবার প্রতি রাগ না হয়ে দয়া হবে। গ্রামের নাম পলাশডাঙ্গা। ২০১৯ এর বুকে দাঁড়িয়েও কাটেনি শত শতাব্দীর সংকট। পানীয় জলের জন্য কোন টিউবওয়েল নেই। দুই কিলোমিটার হেঁটে গিয়ে হিংলো নদী থেকে জোগাড় করতে হয় খাওয়ার জল। তাই এ গাঁয়ে মেয়ের বিয়ে দেন না বাবারা। এমনই বেহাল দশা পশ্চিমবঙ্গের বীরভূমের পলাশডাঙার বাসিন্দাদের।
ছেলেদের বিয়ের বয়স হয়েছে। কিন্তু, মেয়ে জুটছেনা। কারণ জল ! হ্যাঁ, এমনটাই হাল বীরভূমের দুবরাজপুরের পলাশডাঙায়। আড়াই হাজার মানুষের বসবাস এই গ্রামে। পঞ্চায়েতের উদ্যোগে ১৭টি টিউবওয়েল বসানো হয়েছে। কিন্তু,আয়রনের দাপটে সে জল খাওয়া মুস্কিল। তাই ভরসা হিংলো নদীর জল।
প্রায় দুই কিলোমিটার হেঁটে গিয়ে পানীয় জল জোগাড় করতে হয়। পরিস্থিতির কথা জানে রাজ্য প্রশাসন। ব্যবস্থা নেওয়ার আশ্বাসও মিলেছে। টিউবওয়েল কবে তৈরি হবে? কবে গ্রামের মধ্যেই মিলবে পানীয় জল ? উত্তর খুঁজছেন পলাশডাঙার মানুষ।