November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

বুদ্ধির বিকাশে বাবার  নেই  কোনো ভূমিকা, জিন’ই অকেজো  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

অনেক বিতর্কের অবসান ঘটিয়ে এবার মায়েদের পক্ষেই রায় দিলেন জিন বিজ্ঞানীরা । . বিজ্ঞান বলছে শিশুর বুদ্ধির বিকাশে বাবার কোনো ভূমিকায় থাকে না। শিশুমনে বুদ্ধির বিকাশ ঘটার পিছনে একমাত্র প্রত্যক্ষ ভূমিকা পালন করে তার মায়ের থেকে পাওয়া জি। মায়ের জিন ঠিক করে সন্তান মেধাবী হবে কি না। এক্ষেত্রে বাবার কোনো ভূমিকাই নেই।  এক প্রতিবেদনে  তথ্য জানিয়েছে দ্য ন্ডিপেনডেন্ট

শুধু তাই নয়সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছেনবাবার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জ্ঞান সম্পর্কীয় উন্নত আচরণ যুক্ত জিন নিজে থেকেই অকেজো হয়ে যায়। উল্লেখ্যমায়ের ডিম্বাণুতে ক্রোমোজোমের উপস্থিতি একজোড়া। কিন্তু শুক্রাণুতে মাত্র একটি এক্স ক্রোমোজোম থাকে ।জিন বিশেষজ্ঞরা জানিয়েছেনশুধুমাত্র এক্স ক্রোমোজোমই বহন করে বুদ্ধিদীপ্ত জিন .তাছাড়া ১৯৯৪ সালে ১৪ থেকে ২২ বছ বয়সী ১২ হাজার ৬৮৬ জন তরুণের উপর করা এক সমীক্ষায় দেখা যায়মায়ের আইকিউ এর উপরেই নির্ভর করে সন্তানের বুদ্ধিমত্তার দৌড়

আরও পড়ুন : আদৌ ‘মার্শিয়ান’ জন্ম দেওয়া সম্ভব?

তবে গবেষণায় এও দেখা গিয়েছে যে, মানুষের বুদ্ধি শুধুমাত্র উত্তরাধিকার বা জিন সূত্রে প্রাপ্ত হয় নাশিশু বেড়ে ওঠার সময় জিনের প্রভাব যদি ৪০থেকে ৬০হয়তবে বাড়ন্ত বয়সে পারিপার্শ্বিকও সমান ভাবে তার বুদ্ধি  আচরণের উপর প্রভাব ফেলে

সম্প্রতি পরীক্ষাগারে ইঁদুরের রীরে অতিরিক্ত পরিমাণে মায়ের জি প্রবেশ করিয়ে দেখা গেছেমাথা  মস্তিষ্কের আকারে বৃদ্ধি ঘটলে তাদের শরীরের বাকি অংশ তুলনায় ছোট হয়। অন্য দিকেবাবার জিনে পরিমাণ বেশি থাকলে শরীর বড় লেও মাথা  মগজ ছোট হয়

 

 

Related Posts

Leave a Reply