কয়েক দিনের মধ্যেই দেশে বড়োসড়ো ভূমিকম্পের আশংকা !
কলকাতা টাইমসঃ
ভারতে বড়ো ধরণের ভূমিকম্পের আশংকা করছেন ভূবিজ্ঞানীরা। শুধু তাই নয় এই ভূমিকম্প আগামী কয়েক দিনের মধ্যেই আঘাত হানতে চলেছে বলেই মনে করছেন তারা। বিজ্ঞানীদের আশংকা কম্পনের কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে উত্তর এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ন অঞ্চল। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ঠ রাজ্যগুলিকে।
বিশিষ্ট ভারতীয় ভূবিজ্ঞানী ড. সুজিব কর মনে করছেন, আগামী তিন-চারদিনের মধ্যেই এই ঘটনা ঘটতে চলেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছড়াতে পারে ৫ এর ওপরে। তার মতে, আফ্রিকান এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের ক্রমাগত অবস্থান বদলের কারণেই এই ভূমিকম্পের সৃষ্টি হতে চলেছে।