January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

কেউ হাসি তো কেউ টমেটো, তারকাদের আজব ভয়!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মবেশি সবারই কিছু বিষয়ে ভয় কাজ করে। এই যেমন কারও তেলাপোকায়, বা কারও সাপে

বলিউড তারকারাও এর বাইরে নন। চলুন জেনেই বলিউডের কোন তারকার কিসে ভয়।

Bollywood News: Vidya Balan auditioned 75 times for her role in 'Parineeta'  | People News | Zee News

১. বিদ্যা বালনের ভয় বিড়ালে। বিড়াল দেখলে অস্থির, চঞ্চল হয়ে ওঠেন বিদ্যা।

Happy birthday Ranbir Kapoor: 8 interesting facts about the actor as he  turns 38

২. রণবীর কপূরের ভয় মাকড়সায় এবং আরসোলায়।

Shah Rukh Khan joins fight against coronavirus- Business News

৩. শাহরুখ খানকে কখনও দেখেছেন ঘোড়ায় চড়তে। ঘোড়ায় তাঁর বেজায় ভয়। তাই শ্যুটিংয়ে ঘোড়ার দৃশ্য তিনি কার্যত এড়িয়েই চলেন।

৪. দীপিকা পাড়ুকোনের আতঙ্ক সাপে

Priyanka Chopra Jonas inks a two-year television deal with Amazon - The  Financial Express

৫. প্রিয়াঙ্কা চোপড়ারও ভয় ঘোড়ায়। কিন্তু সেই আতঙ্ক তিনি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

Alia Bhatt Turns 27 With Family & Cats -

৬. আলিয়া ভাটের ভয় অন্ধকারে। আঁধারের ভয় সবসময় জানলা খুলে রেখে, ডিম লাইট জ্বালিয়ে রাতে ঘুমাতে যান আলিয়া।

Bipasha Basu Believes In Self Love And Self Appreciation – The Universal  News Network

৭. বিপাশা বসু যিনি বলিউডের বহু হরর মুভিতে অভিনয় করেছেন, তিনি মাঝে মধ্যেই নিজের হাসির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন।

Happy birthday Katrina Kaif: I know what I want in life, says the Zero actor

৮. ক্যাটরিনা কাইফের ভয় টমেটোয়। জিন্দেগি না মিলেগি দোবারা শ্যুটের পর সেই ভয় কয়েকগুন বেড়েছে।

৯. সিলিং ফ্যানে বেজায় ভয় অর্জুন কাপুরের।

১০. সোনাম কাপুর ভয় পান লিফটে উঠতে। তাই যত উঁচুতেই উঠতে হোক না কেন, তিনি সিঁড়ি দিয়েই ওপরে ওঠেন।

১১. হাতে করে খাবার নাকি খেতেই পারেন না অজয় দেবগন। তিনি নাকি রুটিও কাঁটা চামচে করে কেটে খান। তিনি পরিচ্ছন্নতাকে ভগবানের মতো পুজো করেন।

১২.ফল খেতে মোটেই ভাল লাগে না অভিষেক বচ্চনের। প্রসঙ্গত, ফল দেখলেই পালান জুনিয়র বচ্চন।

Related Posts

Leave a Reply