February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

রোহিঙ্গাদের নিয়ে ফিচার ফোটোগ্রাফিতে পুলিৎজার পেলো রয়টার্স 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আমেরিকার সাংবাদিকতা জগতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয় পুলিৎজার পুরস্কার। রোহিঙ্গা সংকটের ছবি তুলে ফিচার ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার পেলো বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে রিপোর্টিং করায় রয়টার্সকে ২০১৮ সালের আন্তর্জাতিক রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। হলিউডের চলচ্চিত্র প্রযোজন হার্ভি উইনস্টাইনের যৌন হয়রানির সংবাদ প্রকাশ করায় নিউইয়র্ক টাইমস ও নিউ ইয়র্কার যৌথভাবে পুলিৎজার পুরস্কার পেয়েছে। এই রিপোর্টিংয়ের পর বিশ্বজুড়ে মি টু হ্যাশ ট্যাগ দিয়ে আন্দোলন শুরু হয়। হাজার হাজার মহিলারা যৌন হয়রানির বিরুদ্ধে সরব হয়।

প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমনপীড়ন শুরু করে সেনাবাহিনী। হত্যা, গণহত্যা, গণধর্ষণ, নির্যাতনের খবরও পাওয়া যায়। অভিযানের পর থেকে রাখাইন থেকে পালিয়ে এসে বাংলাদেশে সাত লক্ষাধিক রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু আশ্রয় নেয়। তাদের পুনর্বাসনের জন্য বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে মিয়ানমার।

 

Related Posts

Leave a Reply