বালুচিস্তানে গুলি করে খুন মহিলা সাংবাদিক
কলকাতা টাইমসঃ
পাকিস্তানে খুন করা হলো এক মহিলা সাংবাদিককে। বালুচিস্তানে পাকিস্তানের সরকারি টেলিভিশন চ্যানেল পিটিভি-তে কর্মরত ছিলেন ওই তরুণী। জানা যাচ্ছে, শাহীনা শাহীন নামে ওই সাংবাদিককে রবিবার রাতে নিজের বাড়িতেই গুলি করে খুন করা হয়।
শাহীনা পিটিভি চ্যানেলের টকশো’র জনপ্রিয় উপস্থাপক ছিলেন। ভোররাতের দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতাল চত্বরে ফেলে রেখে পালিয়ে যায় দুই ব্যক্তি। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে এই খুনের ঘটনার সঙ্গে শাহানার স্বামীর যোগসূত্র রয়েছে বলে মনে করছে পুলিশ। দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।