অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস: একের পর এক রাজ্যে জারি কারফিউ
কলকাতা টাইমসঃ
কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আমেরিকা। একের পর এক রাজ্যে কারফিউ জারি করেছে মার্কিন প্রশাসন। শনিবার রাতে বিক্ষোভের আগুনে পুড়লো লস অ্যাঞ্জেলস। শনিবার বেভারলি হিলস ও ফেয়ারফ্যাক্সে জড়ো হয়েছিলেন কয়েক হাজার বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পুলিশের একটি কিয়স্কে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শনিবার রাতে প্রথমে গ্রুভ নামের একটি শপিংমলে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতকারীরা। বাদ যায়নি নর্ডস্ট্রম ডিপার্টমেন্টাল স্টোরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাত ৮টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয় লস অ্যাঞ্জেলসে। প্রসঙ্গত, মিনিয়াপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মীর কাজ করতেন ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েড। গত ২৫ মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রকাশ্যে রাস্তায় মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে তাকে খুন করা হয়।