ছোটোদের বড় টুর্নামেন্টে নিষেধাজ্ঞা ফিফার
কলকাতা টাইমসঃ
আয়োজনে ঝুঁকি নিতে চায় না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাই ২০২১ সালে ছোটদের দু’টি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিল ফিফা।
অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ বাতিল ঘোষণা করলো ফিফা। আগামী বছরের পরিবর্তে ২০২৩ সালে অনুষ্ঠিত হবে এই দু’টি বিশ্বকাপ। প্রসঙ্গত, আগামী বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। আর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজক দেশ ছিল পেরু। ২০২৩ -এ এই দুই দেশকেই আয়োজক দেশ হিসেবে অপরিবর্তিত রাখা হয়েছে।
ফিফার তরফে জানানো হচ্ছে, ‘আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে করোনা এখনও বড় চ্যালেঞ্জ। এখনও বেশ কিছু দেশে নানান নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে ফিফা।
যদিও আয়োজক দেশ হিসেবে ইন্দোনেশিয়া এবং পেরু টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ফিফার যথেষ্ট প্রশংসা অর্জন করেছে।