পাকিস্তান ফুটবল ফেডারেশনের সদস্য পদ বাতিল করলো ফিফা
কলকাতা টাইমসঃ
ফিফার আইন না মানায় পাকিস্তানের ফুটবল ফেডারেশনের সদস্যপদ আবারও বাতিল করলো ফিফা। ২০১৭ সাল থেকে লাগাতার তৃতীয়বারের জন্য এই নির্দেশ জারি করলো ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফার অভিযোগ দীর্ঘদিন ধরেই সেদেশের ফুটবল ফেডারেশনের ওপর নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করছে পাকিস্তান প্রশাসন। যা ফিফার আইন বিরুদ্ধ।
সূত্রের খবর, ২০১৮ সালে পিএফএফ পরিচালক আশফাক হুসেন সহ একদল পাক ফুটবল কর্তাকে সাসপেন্ড করে সেদেশের সুপ্রিম কোর্ট। যা ফিফা আইনের পরিপন্থী। পরবর্তীকালে ফিফা একটি নরমালাইজেশন কমিটি তৈরী করে দেয়। সম্প্রতি সেই কমিটির ওপরেও হস্তক্ষেপ শুরু করে পাক প্রশাসন। যার ফলে আজ বুধবার তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণ দেখিয়ে পাক ফুটবল ফেডারেশনের সদস্যপদ খারিজ করে দেয় ফিফা। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে এই একই কারণে ফিফায় পাকিস্তানের সদস্যপদ স্থগিত করে দেওয়া হয়েছিল।