গুহায় আটকে থাকা শিশুদের বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ জানালেন ফিফা প্রেসিডেন্ট
কলকাতা টাইমসঃ
থাইল্যান্ডের গুহায় আটকে থাকা শিশুদের রাশিয়া বিশ্বকাপের ফাইনাল দেখতে আসার আমন্ত্রণ জানালেন ফিফা প্রেসিডেন্ট। ১৩ দিন ধরে গুহায় আটকে রয়েছে ক্ষুদে ফুটবলারদের দল। তাদের উদ্ধারে হাত লাগিয়েছে দেশ বিদেশের বিশেষজ্ঞ দল। তাদের বিশ্বাস, খুব তাড়াতাড়ি ‘ওয়াইল্ড বোরস’ নামের সেই দলের ফুটবলারদের উদ্ধার করা সম্ভব হবে।
থাইল্যান্ডের এই খুদে ফুটবল দলের প্রতিটা সদস্যের বাঁচার লড়াইকে কুর্ণিশ জানাচ্ছে ফুটবল বিশ্ব। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোও রয়েছেন সেই দলে। তিনি সেই খুদে ফুটবলারদের দলটাকে ১৫ জুলাই বিশ্বকাপ ফাইনালে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলেন। যদিও ফাইনালের আগে তাদের বের করা সম্ভব হবে কিনা সেটা এখনো অনিশ্চিত।
এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘কিছুদিনের মধ্যে ওরা ফিরে যাবে নিজেদের বাড়িতে। তারপর ওদের শরীরের অবস্থার উপর সব কিছু নির্ভর করছে। যদি শারীরীক ভাবে ওরা ফিট থাকে তা হলে মস্কোয় বিশ্বকাপ ফাইনালে ওদের আসার জন্য আমন্ত্রণ জানানো রইলো। ওরা ফিফার অতিথি হিসাবে উপস্থিত থাকবে সেদিন। আশা করছি, ওদের আমরা সেদিন গ্যালারিতে দেখতে পাব। ১৫ জুলাই হবে ফুটবলের মহোৎসব। আমরা চাই, ওরা সেটা সামনে থেকে দেখুক।’