নিজেই নিজেকেই মৃত্যু দিল যুদ্ধবিমান এফ-১৬
কলকাতা টাইমস :
নেদারল্যান্ডস বিমান বাহিনীর বহরে থাকা একটি এফ-১৬ যুদ্ধবিমান নিজের গুলিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক অনুশীলনের সময় ভুলেই ওই যুদ্ধবিমানের গুলি বিমানটির গায়ে লাগে।
অপর একটি যুদ্ধবিমানের সঙ্গে সামরিক মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। বুধবার নেদারল্যান্ডের একটি গণমাধ্যম বলছে, ডাচ ভাইপার এফ-১৬ নিজের গোলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।অনুশীলনের সময় কামান থেকে টার্গেটে গুলি ছোড়া হয়। কামান ঘুরে যাওয়ায় গুলিটি বিদ্ধ হয় বিমানটির গায়ে। তবে এই ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। কিন্তু দেশটির গণমাধ্যমগুলো এ ঘটনাকে বলছে, নিজের গুলিতেই বিদ্ধ যুদ্ধবিমান।
নেদারল্যান্ডসের এই যুদ্ধবিমান জেনারেল ডায়নামিকস এম৬১এ১ ছয় ব্যারেলের। এতে ২০ মিলিমিটার দীর্ঘ বিশিষ্ট বন্দুকের নল রয়েছে। বিমানটির শরীরের বামদিকে ককপিটের পাশে এই নল বসানো। ২৪৮ পাউন্ড ওজনের এই বন্দুক প্রত্যেক মিনিটে ৬ হাজার রাউন্ড গুলি ছুড়তে সক্ষম।
এফ-১৬ এম৬১এ১ যুদ্ধবিমান সেকেন্ড ২ হাজার ফুট বা ঘণ্টায় ১৫ মাইল গতিতে ছোটে। এই গতিতে চলার সময় সেকেন্ডে ৩ হাজার ৪৫০ রাউন্ড গুলি ছুড়তে পারে বিমানটি।