অবশেষে একশ বছরের পুরনো ড্রাগ’ই ফোটালো বুলি !
কলকাতা টাইমস :
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে খুঁজে পাওয়া গেলো অটিজম সারানোর উপায়। এ উপায়ে একজন অল্পবয়সী ছেলে পুরো একটি বাক্য বলতে সক্ষম হয়েছে এবং চিকিৎসকেরা আরো অনেক মানুষকেই আরোগ্য দিতে পারবেন বলে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : চুল গজাতে গিয়ে অভিনেতা ‘জাগলেন’ ১৫ দিন পর
ডেইলি মেইলের একটি রিপোর্ট অনুযায়ী, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকেরা একটি ছয় বছর বয়সী ও একটি চৌদ্দ বছর বয়সী শিশুর মধ্যে পরীক্ষা চালিয়েছিলেন এবং যার ফলাফল ছিল অসাধারণ! জার্মান বিজ্ঞানীদের ১৯১৬ সালে তৈরি করা ‘সুরামিন’ যা একটি স্লিপিং সিকনেস ড্রাগ দেয়া হয় তাদের দুজনকে। সেই ড্রাগ নেওয়ার পরপরই ১৪ বছর বয়সী ছেলেটি একটি সম্পূর্ণ বাক্য বলতে সমর্থ হয় যা উপস্থিত সবাইকেই বিস্ময়ের মধ্যে ফেলে দেয়।
শুধু তাই নয়, ওষুধটি নেওয়ার পর সে খুব সহজ জীবন যাত্রাও শুরু করে। ১৬ বছর বয়সী বড় ভাইয়ের সাথে লুকোচুরি খেলতে শুরু করে। এমনকি সে নতুন নতুন শব্দ করতে আরম্ভ করে এবং তার বাবাকে খোঁজ করে। এর আগে ‘বাবা’ কী তা সে জানতো-ই না।
পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, এই নতুন ড্রাগটি অটিজম এবং সেরকম আরো কিছু অসুস্থতায় আরোগ্য লাভের উপায় বলেই ধরা হচ্ছে।