অবশেষে ১৩৫ বছর বয়সে হার মানলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা
কলকাতা টাইমসঃ
অবশেষে ১৩৫ বছর বয়সে হার মানলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা। চীনের শিনজিয়াং উইঘুর প্রদেশের একটি গ্রামে থাকতেন অলিমিহান সেয়িতি নামের ওই বৃদ্ধা। সরকারি নথি বলছে, তাঁর জন্ম ১৮৮৬ সালের ২৫ জুন! ২০১৩ সালে ‘চায়না অ্যাসোসিয়েশন অব গেরেনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিকস’ চীনের সবচেয়ে বয়স্ক মানুষদের যে তালিকা প্রকাশিত করেছিল তাতে শীর্ষ স্থানে ছিলেন এই মহিলা।
অত্যন্ত্য সাধারণ এবং সহজ সরল জীবনযাপনইতার দীর্ঘায়ুর গোপন চাবিকাঠি বলে মনে করেন তার পরিজনেরা। কঠোর নিয়মানুবর্তিতার মধ্যেও জীবনকে চুটিয়ে উপভোগ করতেন তিনি। এত বছরেও অসুখ-বিসুখ সেভাবে জাঁকিয়ে বসতে পারেনি এই রমণীর শরীরে।