অবশেষে ইস্ট বেঙ্গলের হাল ধরতে এগিয়ে এলো বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়া চক্র
কলকাতা টাইমসঃ
অবশেষে ইস্ট বেঙ্গলের হাল ধরতে এগিয়ে এলো বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ বুধবার ঢাকার এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা। তারা জানান, ভবিষ্যতে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ইস্ট বেঙ্গল একসঙ্গে কাজ করবে।
ইস্ট বেঙ্গলের কার্য নির্বাহী কমিটির সদস্য দেবব্রত সরকার ও সহসচিব রূপক সাহা বাংলাদেশে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে ইস্ট বেঙ্গল ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। দুই বাংলার দুই ক্লাব এক সঙ্গে কাজ করার বিষয়টি নিয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন। তিনি আরও জানান, ভবিষ্যতে ফুটবলের পরিকাঠামো উন্নয়নেও দুই ক্লাব একসঙ্গে কাজ করবে।