ঠান্ডা লড়াইয়ে অবশেষে দীপিকাকে হারিয়ে কারিনার বাজিমাত
মা হওয়ার পর ‘বীরে দি ওয়েডিং’ ছবিতে ফের একবার বলিউডে কামব্যাক করেন কারিনা কাপুর। গুঞ্জন চলছিল তাঁর পরবর্তী ছিব কী হতে পারে। আর সেই গুঞ্জনের প্রশ্নের উত্তরও সামনে এল।
জানা গেছে, দীপিকাকে সরিয়ে এবার শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কারিনা কাপুর। রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’-এ দেখা যাবে কারিনা ও শাহরুখকে। ফলে আবারও ‘রা ওয়ান’ জুটি আসতে চলেছে পর্দায়। শোনা গিয়েছিল রাকেশ শর্মার বায়োপিকে দেখা যেতে পারে আমিরকে।
সেই গুজবকে মিথ্যে প্রমাণিত করে, নাম ভূমিকায় জায়গা করে নেন কিং খান শাহরুখ। সঙ্গে থাকছেন কারিনা। শাহরুখের পক্ষ থেকেই দুই অভিনেত্রীর নাম প্রস্তাব করা হয়েছে বলে জানানো হয়। তার মধ্য়ে থেকে শেষে বেছে নেওয়া হয় কারিনাকে।