November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

অবশেষে নির্ধারণ করা হলো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত বৈঠকের স্থান 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

অবশেষে নির্ধারিত হলো এই সময়কার সবচেয়ে আলোচিত বৈঠকের স্থান। মার্কিন প্রেসিডেন্টের সরকারি দফতর হোয়াইট হাউজ থেকে ঘোষণা করা হয়েছে যে, সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলীয় সেন্টোসা দ্বীপে প্রেসিড্টে ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, মার্কিন প্রেসিডেন্ট ও কিম জং উনের মধ্যকার বৈঠকের স্থান হিসেবে সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের ক্যাপেলা হোটেলকে বেছে নেওয়া হয়েছে। এই আদর্শ স্থানটি নির্বাচনে সাহায্যের জন্য সারাহ স্যান্ডার্স সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বৈঠককের কারণে সিঙ্গাপুর সরকার দেশের মধ্যাঞ্চলকে আগামী ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। ওই এলাকায় সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন দূতাবাস এবং বেশ কয়েকটি নামি-দামী হোটেল রয়েছে।

আসন্ন বৈঠককে সামনে রেখে সিঙ্গাপুর সরকার দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এতে সাধারণ মানুষের চলাচল থেকে শুরু করে অনেক কিছুর ওপরই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

Related Posts

Leave a Reply