শিশুর ভবিষ্যত গড়তে আর্থিক স্বচ্ছলতা    – KolkataTimes
May 6, 2025     Select Language
KT Popular ব্যবসা ও প্রযুক্তি

শিশুর ভবিষ্যত গড়তে আর্থিক স্বচ্ছলতা   

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
কজন শিশুর স্বপ্নের শুরু তার রং পেন্সিল হাতে নিয়ে এক বিস্ময়ে ভরা পৃথিবীতে যখন একটি গল্পের বই খোলে আর তারাদের নিয়ে কল্পনার জাল বোনার মাধ্যমে । শিশুদের সঙ্গেই তাদের স্বপ্নগুলি সুনির্দিষ্ট আকারে বড় হতে থাকে। আজকাল তো শিশুদের সঙ্গে অভিভাবকদের স্বপ্নও বড় হতে থেকে। প্রথমে কোনও  নামকরা স্কুল তারপর কোনও নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্ন, এরপর ব্যবসার উদ্যোগ বা খেলা কিম্বা সঙ্গীত কিংবা আধিকারিক। সন্তানদের আবেগকে অনুসরণ করে অভিভাবকরা এগোতে চায়। কিন্তু এইসব উচ্চাকাঙ্ক্ষা আর বাস্তবের মধ্যে যে অনস্বীকার্য সত্যি হল বাবা-মা হিসাবে শিশুদের সেই পথে নিয়ে যেতে হলে ক্রমবর্ধমান খরচ সম্পর্কে অবগত থাকা, যা আপনার শিশুর ভবিষ্যৎ গঠনে নির্ণায়ক ভূমিকা নেয়। গত এক দশকে শিক্ষার খরচ অকল্পনীয় ভাবে বেড়েছে। লেখাপড়ার বাইরের কার্যকলাপ, বিভিন্নরকম দক্ষতা তৈরি করার প্রকল্পগুলিও মোটেই কম খরচসাপেক্ষ নয়।
 
অভিভাবক হিসেবে আমাদের অবশ্যপালনীয় কর্তব্য হয়ে দাঁড়াচ্ছে শিশুর বড় হওয়ার সময়ে তার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। সন্তানদের উচ্চাকাঙ্ক্ষা অনবরত বদলাচ্ছে আর বাবা-মায়েদের তাদের উচ্চাশা পূরণে মদত দেওয়ার জন্যে তৈরি থাকা দরকার, তাদের উপর আর্থিক সীমাবদ্ধতার বোঝা চাপিয়ে দিলেই স্বপ্ন থেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আর্থিক এই আশঙ্কা অনেকটাই দূর করতে পারে ভবিষ্যতের সুগঠিত আর্থিক পরিকল্পনা এবং শিশুর জন্য নেওয়া বিমা প্রকল্পগুলি।

অভিভাবকদের এই সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে এসবিআই লাইফের এসবিআই লাইফ – স্মার্ট প্ল্যাটিনা ইয়াং অ্যাচিভার। আর্থিক পরিকল্পনা শুধু বর্তমান সুরক্ষিত করার জন্যে নয়। ওটি করা হয় এমন এক ভিত তৈরি করার জন্যে যার জোরে একটি শিশু তার স্বপ্নের পিছনে নির্ভয়ের সঙ্গে ছুটতে পারে। এসবিআই লাইফ – স্মার্ট প্ল্যাটিনা ইয়াং অ্যাচিভার সামান্য একটি বিমা প্ল্যানের চেয়ে বেশি। এটি এমন এক সার্বিক জীবন বিমা সঞ্চয় প্রকল্প যা ভাবা হয়েছে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগ দিতে। এই প্ল্যান ইন্ডিভিজুয়াল, নন-লিংকড, নন-পার্টিসিপেটিং লাইফ ইনশিওরেন্স সেভিংস প্রোডাক্ট, যা ম্যাচিওরিটির সময়ে গ্যারান্টিযুক্ত লাভ নিশ্চিত করে এবং একটি শিশুর জীবনের জরুরি মাইলফলকগুলিতে আর্থিক নিরাপত্তা দেয়।

এই প্রকল্পে বিনিয়োগে পেতে পারেন শিক্ষা, ভবিষ্যতে পরিকল্পনা, বিয়ে ইত্যাদি জীবনের প্রধান লক্ষ্যগুলি পূরণ করার জন্যে আর্থিক নিরাপত্তা। বাবা-মায়েরা ম্যাচিওরিটি বেনিফিট হিসেবে এককালীন থোক টাকা হিসাবেও নিতে পারেন অথবা সাত বছর পর্যন্ত সময় ধরে কিস্তিতেও নিতে পারেন, যা তাঁদের বেশি আর্থিক সাহায্য দেবে।

Related Posts

Leave a Reply