January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

জেনে নিন, কোন মাসে জন্মে চরিত্র কেমন?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

জকের দিনে কতকিছু নিয়েই তো আলোচনা করি আমরা। তারই একটা এরকম- কোন মাসে জন্ম হলে, সাধারণত, মানুষ কেমন হয়। এই মুহূর্তে যে ভিত্তির উপর এই কথাগুলো বলছি, তার পেছনে কোনও রাশি শাস্ত্র নেই। বিরাট কোনও বিজ্ঞানসম্মত যুক্তি নেই। অনেকটা ওই ওপিনিয়ন পোলের মত বলতে পারেন। বিশ্বজুড়ে অনেক মানুষের জন্মমাস বিচার করে একটা স্যাম্পল বানানো হয়েছে। যার সত্যতা বলতে শুধু ওই মানুষগুলোর উদাহরণ। 

একটি ইংরেজ কোম্পানি এমন সমীক্ষার ফল প্রকাশ করেছে। যদি আপনি না মানেন, তাতেও ঠিক। যদি আপনি মানেন, তাহলেও ঠিক করলেন। আসলে সবটাই নিখাদ মজা। সেই হিসেবেই বলি ইংরেজির কোন মাসে জন্ম হলে, মানুষ কেমন হন। আপনারটাও একবার মিলিয়ে দেখে নিন। মন্দ লাগবে না।

জানুয়ারি মাসে জন্ম হলে – আপনাকে সবাই চায়।
ফেব্রুয়ারি মাসে জন্ম হলে – আপনি বেশ সুন্দর চরিত্রের মানুষ।
মার্চ মাসে জন্ম হলে – আপনি বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য মানুষ।
এপ্রিল মাসে জন্ম হলে – আপনার জীবনে খেলোয়াড় হওয়ার সম্ভবনা থাকে। আপনি স্পোর্টিং।
মে মাসে জন্ম হলে – আপনার যৌন আবেদন মানুষকে আকৃষ্ট করে।
জুন মাসে জন্ম হলে – আপনার প্রতারক হওয়ার সম্ভাবনাই বেশি।
জুলাই মাসে জন্ম হলে – আপনি সকলের ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারেন।
আগস্ট মাসে জন্ম হলে – আপনি খুব ঝলমলে প্রকৃতির মানুষ।
সেপ্টেম্বর মাসে জন্ম হলে – আপনি জিনিয়াস হয়ে উঠতে পারেন।
অক্টোবর মাসে জন্ম হলে – আপনার দ্বৈতসত্বা আছে। একদিকে খুব ভালো আবার অন্যদিকে খুব খারাপ।
নভেম্বর মাসে জন্ম হলে – আপনি মানুষের বেশ প্রিয়।
আর ডিসেম্বর মাসে জন্ম হলে – আপনি খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব।

Related Posts

Leave a Reply