January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আপনি কেন এতটা প্রভাবিত বা পরাভূত হন জেনে নিন ?

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

খনো এতটা বিনয়ী হবেন না যাতে অন্যরা আপনার ওপর দিয়ে হেঁটে যেতে পারে। নিচের এই কুইজটির প্রশ্নোত্তরে জেনে নিন আপনি তেমনটা করছেন কিনা।
ছোটবেলা থেকেই আমাদেরকে লোকের সঙ্গে ভদ্র আচরণ করার ও বিনয়ী হওয়ার শিক্ষা দেওয়া হয়। কিন্তু অতি ভদ্র বা বিনয়ী হলে আবার বিপদও আছে। আপনি কি এমন ধরনের কোনো লোক যিনি সহজেই কোনো বিষয়ে অবস্থান গ্রহণ করেন বা আত্মসমর্পণ করেন? এতে কোনো সন্দেহ নেই ভদ্র এবং বিনয়ী হওয়া ভালো লক্ষণ। কিন্তু এতোটা ভদ্র বা বিনয়ী হবেন না যাতে লোকে সহজেই আপনার ওপর প্রভাব বিস্তার বা আপনাকে পরাভূত করতে পারে। নিচের কুইজটির প্রশ্নোত্তরে জেনে নিন আপনি কি অতি ভদ্র বা অতি বিনয়ী কিনা:
১. কেউ আপনার কাছে টাকা ধার চাইলে আপনি কি করেন?
ক) তারা যত টাকা ধার চান তত টাকাই দিয়ে দেন।
খ) আপনার নিজের সামর্থ্য অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ধার দেন
গ) আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও সরাসরি প্রত্যাখ্যান করেন
২. আপানারা বন্ধুরা সবাই মিলে বাইরে খেতে যাচ্ছেন; আর যথারীতি আপনার পরামর্শ গণ্য করা হয়নি তখন আপনি কী করেন
ক) আপনার খারাপ লাগা সত্ত্বেও আপনি তাদের সঙ্গে যাচ্ছেন
খ) তাদেরকে বলেন এবারের মতো আপনার পরামর্শ শোনা উচিৎ
গ) আপনার পরামর্শ না শোনায় তাদেরকে দেখান যে আপনি কতটা আহত হয়েছেন এবং এরপর তাদের উদ্দেশে তারা কতটা স্বার্থপর সে ব্যাপারে একটি লেকচার দিয়ে ঝড়ের গতিতে বের হয়ে যান
৩. আপনি হয়তো সুপার মার্কেটের বিলিং কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছেন এমন সময় কেউ একজন লাইন টপকে আপনার সামনে ঢুকে গেলে
ক) আপনি তাদের কিছুই বলেন না কারণ আপনি কোনো সমস্যা সৃষ্টি করতে চান না
খ) বিনয়ের সঙ্গে তাদের জানিয়ে দেন, তাদের উচিৎ লাইনে দাঁড়ানো
গ) সিরিয়াল না মেনে লাইন অতিক্রম করায় আপনি শান্তভাবে তাদের দিকে তাকিয়ে থাকেন
৪. আপনি জানতে পারলেন, সহকর্মীদের কেউ একজন কর্মস্থলে আপনার ব্যাপারে গুজব ছড়িয়েছে। এক্ষেত্রে আপনি কী করেন?
ক) আপনি রাগান্বিত হওয়া এবং আঘাত পাওয়া সত্ত্বেও কিছুই হয়নি এমন ভান করেন
খ) যে সহকর্মী আপনার ব্যাপারে গুজব ছড়িয়েছে তার মুখোমুখি হয়ে তাকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দেন
গ) আপনি যুদ্ধ ঘোষণা করেন, এবং পাল্টা তাদের বিরুদ্ধে গুজব ছড়াতে থাকেন
৫. আপনার একজন বিশেষ বন্ধু আছেন, এবং আপনি সাধারণত অন্য বন্ধুদের সঙ্গে থাকার সময়েও তার জন্য আলাদা করে বিল প্রদান করেন
ক) বিষয়টি নিয়ে যাতে অন্য বন্ধুরা ফোড়ন কাটতে না পারে সেজন্য আপনি গোপনে বিল দেন
খ) ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞেস করেন তার আর্থিক সমস্যা আছে কিনা বা তিনি বিল দিতে সক্ষম কিনা
গ) সকলের সামনেই তাকে টাকা বের করতে বলেন যাতে তিনি একেবারে ফাও না যান
৬. আপনার আত্মীয় স্বজনরা পূর্বঘোষণা ছাড়াই সপ্তাহের ছুটির দিনে আপনার বাসস্থানে চলে আসেন
ক) এক্ষেত্রে আপনি তাদেরকে কিছুই বলেন না। আর যাই হোক তারা তো অন্তত আপনার পরিবার-পরিজন
খ) আপনার কাছে আসার আগে আপনি তাদেরকে আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে বলেন
গ) আপনি নিজের ঘর ছেড়ে চলে যান, যাতে তারা একটা শিক্ষা পায়
স্কোর:
আপনার উত্তরের বেশিরভাগই যদি হয় ক: তাহলে আপনি হলেন গিয়ে অতি ভদ্র বা অতি বিনয়ীর একটি উৎকৃষ্ট উদাহরণ। এতে একদমই বিস্মিত হবেন না যে অাপনি প্রায়ই অন্যদের কুটচালের বলি হন। কারণ অন্যরা জানেন, যে আপনাকে সহজেই পাপোষের মতো পায়ে মাড়িয়ে পার পেয়ে চলে যাওয়া যায়। সুতরাং এখনই সময় আপনি নিজের কাজগুলোর একটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দৃঢ়চেতা হতে শিখুন। এবং নিজের জন্য একটি দৃঢ় অবস্থান গ্রহণ করুন। এরপর থেকে অন্যরা আপনি যেভাবে চাইবেন সেভাবেই আপনার সঙ্গে আচরণ করতে বাধ্য হবে।
আপনার উত্তরের বেশিরভাগই যদি হয় খ: তাহলে আপনি অন্যের দ্বারা প্রভাবিত বা পরাভূত হন না। একইসঙ্গে নিজের জন্য দৃঢ় অবস্থান গ্রহণ বা অন্যদের ব্যাপারে বিবেচনামূলক হওয়ার মতো ভারসাম্য আপনার মধ্যে আছে। আর এভাবেই আপনি অন্যদের আপনার ওপর দিয়ে ফায়দা লুটতে বাধা দিতে পারবেন। এই অবস্থানটি ধরে রাখুন।
আপনার উত্তরের বেশিরভাগই যদি হয় গ: তাহলে আপনি হলেন গিয়ে একটি বুলডোজার বা মাস্তান টাইপের মানুষ। নিজের পক্ষে দৃঢ় অবস্থান নিতে গিয়ে আপনি অন্যদের কথা একবারও ভাবেন না। প্রতিশোধ নেওয়াই আপনার নেশা। আপনি এমন একজন লোক যাকে সমঝে চলা উচিৎ এবং আপনার সঙ্গে ঝামেলায় জড়ানোও ঠিক না। আর কেউ যদি আপনার সঙ্গে ঝামেলায় জড়ায়ও তাহলে ঈশ্বর ছাড়া আর কেউ তাদের সহায় হতে পারবেন না।

Related Posts

Leave a Reply