November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এখুনি পৃথিবীর বাইরে থাকার জায়গা খুজুন, নইলে …. 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে পৃথিবী দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। এ বিষয়টিকেই গুরুত্ব দিয়ে পদার্থ বিজ্ঞানি স্টিফেন হকিং জানিয়েছিলেন, আমরা বর্তমানে পৃথিবীর যে অবস্থা করছি, তাতে আর মাত্র ৩০ বছর টিকে থাকবে পৃথিবী।

নরওয়ের ট্রুন্ডহিমে স্টারমাস সায়েন্স ফেস্টিভ্যালে স্টিফেন হকিং বলেছিলেন,  ‘আমি নিশ্চিত আগামী ৩০ বছরের মধ্যেই ছাড়তে হবে পৃথিবী। চাঁদ অথবা মঙ্গলে গড়তে হবে সভ্যতা। হাতে আর খুব বেশি সময় নেই।এখানে জায়গাটা খুব দ্রুত ছোট হয়ে আসছে। টিকে থাকার জন্য যেসব প্রাকৃতিক সম্পদ দরকার, উদ্বেগজনক হারে তা খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে। হকিং বলেছেন, ‘পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আর খুব বেশি দেরি নেই। ‘

তিনি আরো জানান,দুই মেরুর বরফ গলে যাচ্ছে অসম্ভব দ্রুত হারে। বসতি গড়তে যথেচ্ছ বন কেটে ‘নির্বংশ’ করছি গাছপালা। তাতে হইহই করে ভেঙে পড়ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। বহু প্রজাতির প্রাণী হারিয়ে যাচ্ছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে বহু প্রজাতির উদ্ভিদ। এটা কোনো সায়েন্স ফিকশন নয়। সায়েন্স ফ্যাক্টস বা বৈজ্ঞানিক সত্য। পদার্থবিজ্ঞানের নিয়ম ও সূত্র সেটাই বলছে। ’

হকিংয়ের মতে, পৃথিবীতে মাথা গোঁজার জায়গাটা সংকুচিত হয়ে এসেছে। এখন তাই পৃথিবীর বাইরেই কোথাও বসতির জন্য সন্ধান করতে হবে। এজন্য চাঁদ ও মঙ্গল গ্রহে বসতি স্থাপনের চেষ্টা করতে হবে।

Related Posts

Leave a Reply