OMG : খোঁজ মিললো সংসারের সবচেয়ে অলস দেশের
কলকাতা টাইমস :
খোঁজ চলছিল বিশ্বের সবচেয়ে কর্মঠ দেশের। আর তা করতে গিয়েই বেড়িয়ে পড়লো সংসারের সবচেয়ে অলস দেশের খবর। আর এই অলস দেশ খুঁজতেই সাত লাখ ১৭ হাজার মানুষের মোবাইল ফোনে ট্র্যাকিং করে চালানো হয়েছে গবেষণা। ফলাফল? বিশ্বের সবচেয়ে অলস দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে ইন্দোনেশিয়াকে। পরিসংখ্যান অনুসারে দেশটির ৬১ ভাগ মানুষই অলস।
মানুষ দিনে কতটা হাঁটেন তার ওপর নির্ভর করে এ গবেষণা করা হয়। গবেষণায় সবচয়ে কর্মঠ দেশ নির্বাচিত হয়েছে চীন। এ জনবহুল দেশটির মানুষ দিনে গড়ে ৬৮৮০ বার পা ফেলেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অলস দেশের তালিকায় ইন্দোনেশিয়ার পরেই আছে মালয়েশিয়া ও সৌদি আরব।